সপ্তাহখানেক আগেই বসিরহাটে নুসরত জাহানের (Nusrat Jahan) নামে 'নিখোঁজ' পোস্টার পড়েছিল । এবার সেই নুসরতকে বসিরহাটে (Nusrat Jahan at Basirhat) দেখা গেল একেবারে অন্য ভূমিকায় । কোমরে কাপড় বেঁধে ঠাকুরের খিচুড়ি ভোগ (Nusrat cooks Khichri) রান্না করলেন অভিনেত্রী-সাংসদ । সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত । পুজোর উদ্বোধন করেন তিনি । এদিন নুসরত পরেছিলেন সিল্কের ফুলছাপ শাড়ি । শুধু উদ্বোধন নয়, ঠাকুরের ভোগ রান্নাতেও হাত লাগান নুসরত । সেখানেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল কড়াইয়ে টগবগিয়ে খিচুড়ি ফুটছে । কোমরে একেবারে কাপড় বেঁধে খুন্তি নাড়ছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান । নুসরতের একটি ফ্যান পেজ ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছে ।
বসিরহাটে নাকি সাংসদ নুসরতকে আর দেখা যাচ্ছে না । সেটা বোঝাতেই গোটা বসিরহাট জুড়ে নুসরতের নামে 'নিখোঁজ' পোস্টার পড়ে । তার কয়েকদিনের মধ্যেই বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়নের কাজ দেখতে বসিরহাটে আসেন সাংসদ । শনিবার ফের বসিরহাটে একাধিক কর্মসূচি ছিল তাঁর । সেইসঙ্গে মায়ের ভোগ রেঁধে জনসংযোগের কাজও করলেন । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে কোথাও যেন নিজের অস্তিত্ব জানান দিতে চাইলেন নুসরত ।
তবে, এই মন্দিরের আরেকটি গল্প রয়েছে । শোনা যায়, বসিরহাটের এই শ্মশান কালীর মন্দির নির্মাণে অনেক মুসলিম বাসিন্দার অবদান রয়েছে । সম্প্রীতির নজির গড়ে উঠছিল আগেই । এদিন নুসরত জাহানও কোথাও যেন সম্প্রীতির বার্তা দিলেন ।