খাতায় কলমে তিনি এখন সিনিয়র সিটিজেন। এদিকে ষাটের বুম্বাদাকেই টলিউড এখনও ইন্ডাস্ট্রি বলে মানে। এই বয়সেও কীভাবে এমন ফিট প্রসেনজিৎ? ফিটনেসে বলিউড তারকাদেরও টক্কর দেন তিনি। এতদিনে ফাঁস হল সেই রহস্য।
সম্প্রতি, দুর্নিবার সাহার স্ত্রী ঐন্দ্রিলা সেনের সাধভক্ষণ অনুষ্ঠান ছিল। ঐন্দ্রিলা ওরফে মোহর প্রসেনজিতের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক। দুর্নিবার-মোহরের বিয়েটাও নিজেহাতেই দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন বুম্বাদা। মোহরের সাধের অনুষ্ঠানে তিনি থাকবেন না, তা হয়? মোহরকে নিজে হাতে আশীর্বাদ করেছেন বুম্বাদা। সকলের সঙ্গে খেতেও বসেছেন। তবে ভাতের পাত পুরো খালি। থালায় কেবল একটা গন্ধরাজ লেবু, আর খান দুই পটল ভাজা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হবু মা ঐন্দ্রিলা নিজেই।
Durnibar-Mohar: দুর্নিবার-মোহরের মাঝে তৃতীয় কেউ! তারই আবার উদযাপন চলছে ঘটা করে
ব্যাস, ফাঁস হয়ে গিয়েছে বুম্বাদার ফিটনেস রহস্য। সারাদিনে রীতিমতো পাখির আহার করেন তিনি। শরীরে এতটুকু মেদ যাতে না জমে, খেয়াল রাখেন তার।