সোস্যাল মিডিয়ার পাতায় গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে বাংলা সিরিয়ালের একটি ছবি৷ কপালে ছোট্ট লাল টিপ, খোঁপা করে বাঁধা চুল, কানের পাশে গোঁজা হলুদ গাঁদা ফুল। দর্শকরা প্রথমে ভেবেছিলেন কোনও নায়িকা হয়তো লুক পরিবর্তন করেছেন। কিন্তু একটু খোঁজ নিতেই জানা গেল আসল গল্প! কোনও নায়িকা নন। ইনি 'রাঙা বউ' সিরিয়ালের শীল পরিবারের বড় ছেলে অনিরুদ্ধ। চিত্রনাট্যের প্রয়োজনে আমূল ভোল বদল করেছেন অভিনেতা প্রীতম দাস।
কেন এই নতুন লুক? তার উত্তর লুকিয়ে আছে সিরিয়ালের গল্পের মোড় বদলে। নায়িকা পাখি তার বোনের সঙ্গে অনিরুদ্ধের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তার হাত থেকে বাঁচতেই এই নতুন লুক। তাতে সাহায্য করেছে স্বয়ং বোন।
লুক পরিবর্তন নিয়ে অভিনেতা প্রীতম বলছেন, "দর্শক অনেকদিন আমাকে ক্লিন শেভে দেখেননি৷ নতুন লুক নিয়ে আমি খুবই উত্তেজিত।"