প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে স্টিভেনসন। অস্কারজয়ী ভারতীয় ছবিতে অভিনয় করার পর এ দেশেও খ্যাতি অর্জন করেছিলেন জনপ্রিয় আইরিশ অভিনেতা। ৫৮ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ স্টিভেনসনের। রে-র মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।
দক্ষিণী ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।
‘আরআরআর’ -এর অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। মার্ভেল ফ্র্যাঞ্চাইজের ‘থর’, ‘কিং আর্থার’-এর মতো জনপ্রিয় ছবিগুলিতে দেখা গিয়েছিল তাঁকে