তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জল্পনা ছিল বলিউডের অন্দরমহলে। কারও মতে, দুজনের সম্পর্ক অতি 'মধুর', কেউ কেউ আবার বলতেন যে দুজনের কেউ কাউকে 'দেখতে পারেন না'। তবে, বেশ কয়েক বছর ধরেই আমির খান (Aamir Khan) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) সম্পর্কের মধ্যে যে অনেকটাই উন্নতি হয়েছে, তা সকলেরই নজরে এসেছে। সেই বন্ধুত্বের ফলশ্রুতিই বোধহয় আমির খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-তে (Shah Rukh Khan in Laal Singh Chaddha) শাহরুখ খানের ক্যামিও চরিত্রে অভিনয়।
আরও পড়ুন: কালার্স বাংলার নতুন চমক, মা দুর্গা রূপে প্রথমবার টেলিভিশনে ঋতুপর্ণা সেনগুপ্ত
সম্প্রতি ভাইরাল হয়েছে আমির খানের (Aamir Khan) একটি ইন্টারভিউয়ের ক্লিপ। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, " শাহরুখ (SRK in Laal Singh Chaddha) আমার খুব ভাল বন্ধু। আমি ওকে বললাম যে, আমি দেশের সবথেকে বড় আইকনিক তারকাকে চাই। আমেরিকার কাছে যেমন এলভিস প্রেসলি'র মাহাত্ম্য, ভারতের কাছে তেমনই সেই তারকা। তাই তোমার কাছে এসেছি"।
আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনীত 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) মুক্তি পাচ্ছে ১১ অগস্ট। বিখ্যাত হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর গল্পের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি নিয়ে দেশের সিনেপ্রেমীমহলে প্রত্যাশা তুঙ্গে। ছবিতে 'কিং খান'-এর ক্যামিও চরিত্র নিয়েও আশাবাদী তাঁরা।