'বিনোদিনী' কি আদৌ এত রোগা ছিলেন ?'বিনোদিনী' চরিত্রে রুক্মিণীর (Rukmini Moitra) লুক প্রকাশ্যে আসতেই এমনই ব্যঙ্গ মন্তব্য করেছিলেন শ্রীলেখা মিত্র । ব্যস সেই থেকেই শুরু বিতর্কের । শ্রীলেখাকে (Sreelekha Mitra ) কড়া জবাব দেন সিনেমার পরিচালক, কলাকুশলীরা । পাল্টা শ্রীলেখাও তাঁর মন্তব্যের যুক্তি খাঁড়া করে । যুক্তির পাল্টা যুক্তি, কথায় বাড়ছিল কথা । অবশেষে এই বাকযুদ্ধে ইতি টানলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra taking break from facebook) নিজেই । ফেসবুক থেকে আপাতত বিদায় ঘোষণা করেছেন অভিনেত্রী ।
সম্প্রতি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা মিত্র লেখেন, "ফেসবুক থেকে ছুটি নিলেও প্রোফাইল আর পেজ অ্যাক্টিভ থাকবে । নিজের ও বন্ধু তালিকা পরিষ্কার করে আশা করি ফিরে আসব। টক্সিসিটি থেকে বিদায় ।" ফেসবুককে আপাতত বিদায় জানিয়েছেন শ্রীলেখা ।
আরও পড়ুন, Mamata Banerjee Biopic :সিঙ্গুর থেকে 'কন্যাশ্রী' প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কণীনিকা !
উল্লেখ্য, শ্রীলেখার 'রোগা','মোটা' মন্তব্যে যুক্তি খাঁড়া করে ছবির প্রযোজক অরিত্র দাস পাল্টা অভিনেত্রীকে আক্রমণ করে বলেছিলেন, "যিনি রোগা বিনোদিনী নিয়ে ভীষণই চিন্তিত তাঁর উদ্দেশে একটাই প্রশ্ন যাঁরা এর আগে পর্দায় বিনোদিনী হয়েছেন তাঁরা কি খুব মোটা ছিলেন কেউ?" এই বিষয়ে জি কে দিদি শ্রীলেখাকে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শ দেন । এরপরই শ্রীলেখা ফেসবুকে পোস্ট করে বিনোদিনী চরিত্রে নিজের অভিনয়ের কথা বলেন । পোস্টে লেখেন, "বিনোদিনী সম্পর্কে আমার পড়াশোনা আজ থেকে নয়, স্কুলে পড়তেই বাবা যখন নাটক করত, তখন থেকে । আর কাউকে অপমান করতে আমি এই পোস্ট দিইনি । সমালোচনা করা আর অপমান করা দুটো এক নয় । আমায় জিকে দিদি না বলে, ছবিটা ভালভাবে বানাও ।" অবশেষে এই বাকযুদ্ধে শান্তির জল ঢাললেন শ্রীলেখা নিজেই ।