মানুষ নয়, এবার কয়েকশো কোটি মালিক এক বিড়াল! অবশ্য, যার তার বিড়াল নয় সে। বিশ্ববিখ্যাত পপ তারকা টেলর সুইফটের সবথেকে প্রিয় পোষ্য। ৩৩ বছরের এই পপ তারকার বিড়ালের নাম অলিভিয়া বেনসন। দুনিয়ার তৃতীয় ধনীতম পোষ্য সে! যার সম্পত্তির পরিমাণ ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা! এই বিড়ালটি জায়গা পেয়েছে 'ফোর্বস স্টাইল'-এর সাম্প্রতিক তালিকাতেও। অলিভিয়া বেনসনের কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। সাধারণত এই ধরনের 'বিখ্যাত' পোষ্যদের 'রোজগার' হয় সেখান থেকেই। অলিভিয়ার পুরোটাই প্রাপ্ত তার মালকিনের বিশাল সম্পত্তি থেকে!
অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রভাব বিস্তার করেছে। যদিও অলিভিয়ার কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তাও তার জনপ্রিয়তা অন্য় মাত্রায়। কারণ টেলর অলিভিয়াকে নিয়েই বিভিন্ন দেশে ট্যুর করেন। এমনকী একাধিক মিউজিক ভিডিয়োতে তাকে দেখা গিয়েছে। বড় বাজেটের বিজ্ঞাপনেও অলিভিয়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছে। ২০২০ সালে টেলর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন অলিভিয়ার। বিড়ালটি পা ছড়িয়ে বসেছিল কাউচে। সেই ছবি দুই মিলিয়ন লাইক পেয়েছিল।