Rituparna Sengupta: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা, ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী

Updated : Mar 31, 2022 17:38
|
Editorji News Desk

বিমানে উঠতে না দেওয়ায় সেদিন বিমানবন্দরে অঝোরে কেঁদে ফেলেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন । এবার এই ঘটনার তিনদিন পর অভিনেত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইল ওই বিমান সংস্থা।

বিমান সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে,‘আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী । আপনার সঙ্গে অনেক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে । কিন্তু কোনও ভাবে সফল হইনি । আপনার সুবিধামতো সময়ে আপনাকে আমরা যোগাযোগ করে কথা বলে নেব ।'

বিমান সংস্থার এই টুইটের ছবি তুলে পোস্ট করেছেন ঋতুপর্ণা । সেখানে লেখেন, "ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ । কিন্তু ২৫ মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া উচিৎ হয় । এটা যাত্রী ও সংস্থা উভয়ের জন্যই সমস্যা তৈরি করে । সেদিন কাজের জন্য আমাকে আরও দুবার বিমান পরিবর্তন করে সেখানে যেতে হয় । তার মধ্যে একটা কাজ বাতিল হয়ে গিয়েছে । আশা করছি ভবিষ্যতে আর এমন হবে না । আমি শুধু আমার জন্য চাইছি না । সমস্ত নাগরিকদের জন্যই বলছি ।"

ঋতুপর্ণার বিমানে না উঠতে পারার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকে রীতিমতো ট্রোলড হতে হয় তাঁকে । তাঁকে অনেকেই বিমানবন্দরে সময়মতো পৌঁছানোর পরামর্শ দেয় । এদিন সেই ট্রোলের জবাবও দিলেন অভিনেত্রী । বললেন, "সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক মন্তব্য দেখেছি । কিন্তু আমি একার জন্য বলিনি । গোটা দেশের জন্য বলেছি । আমি এই অবিচারের জন্য দুঃখ পেয়েছিলাম। নিজের জন্য ও সকলের ন্যায়বিচারের জন্য আমি সরব হয়েছিলাম । এই একটা বিষয়ের জন্য সবকাজ থমকে গিয়েছিল । "

উল্লেখ্য, মঙ্গলবার আহমেদাবাদ যাচ্ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আহমেদাবাদ যাওয়ার জন্য বিমানে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪টে ৫৫ মিনিট । ঋতুপর্ণা পৌঁছন ৫টা ১০ বা ৫টা ১২ মিনিট নাগাদ । তখন অভিনেত্রীকে জানানো হয় যে, বোর্ডিংয়ের সময় অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে । বিমান সংস্থা জানায়, ঋতুপর্ণাকে অনেকবার ফোন করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি । তাঁর নামও ঘোষণা করা হয় । এদিকে, ঋতুপর্ণার অভিযোগ, তাঁর কাছে কোনও ফোনই আসেনি । তিনি বারবার বিমানকর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার জন্য অনুরোধ জানান । তাঁর সমস্যার কথা খুলে বলেন । কিন্তু, তারপরেও তাঁর কোনও কথা শোনা হয়নি বলে অভিযোগ । বিমানে না উঠতে পেরে কেঁদেও ফেলেন অভিনেত্রী । সোশ্যাল মিডিয়াতে সেই ক্ষোভ উগড়ে দেন তিনি ।

airlinestrollRituparna Sengupta

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন