এর আগে বহু ঘটনায় টলিউডের তারাদের নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে। কিন্তু আরজি করের ঘটনা সেসমস্ত অভিযোগ ভেঙে দিয়েছে। চিকিৎসক ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন বাংলার অসংখ্য তারারা। প্রথম থেকেই এই নারকীয় ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন টলিউডের একাংশের তারকারা।
‘রাত দখলের’ রাতে আরজি করে ভাঙচুরের ঘটনা ফের প্রশ্ন তুলে দিয়েছে নারীদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার শেষ না দেখা পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই একাংশের তারারা। এই মর্মে, সব অভয়ার বিচার চেয়ে আর জি কর অভিযান করছে টলিউড।
এই মর্মে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হল ইন্ডাস্ট্রির তরফে। ‘আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে, সেখান থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করা হবে। সমস্ত চলচ্চিত্রকর্মীদের এই মিছিলে পা মেলানোর ডাক দেওয়া হয়েছে।