শুক্রবার মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায়ের(Nandita Roy) ছবি 'বেলাশুরু'(Belashuru)। আর প্রথমদিনই বক্স-অফিসে ফের সৌমিত্র-স্বাতীলেখার ম্যাজিক । তাঁদের অভিনয় চোখ ভেজাল দর্শকদের । তাঁরা আর নেই ঠিকই, কিন্তু অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে তাঁরা জীবন্ত হয়ে উঠেছেন । প্রথমদিনই এই ছবির বক্স অফিস (Belashuru Box Office Collection) নেট কালেকশন ৩৫ লক্ষ টাকা ।
টলিউড ছবির বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়া টুইটে জানিয়েছেন, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ । একই কথা বলেছেন ডিস্ট্রিবিউটর নবীন চোখানি, বাবলু দামানি-রাও । তাঁরা জানাচ্ছেন, সৌমিত্র-স্বাতীলেখাই এই ছবির ইউএসপি । তাঁদের শেষবার দেখার জন্য এই ছবি দেখতে আসছেন প্রবীণ থেকে নবীন প্রজন্ম । করোনার পর মুক্তিপ্রাপ্ত ‘কিশমিশ’, ‘টনিক’-সহ বহু বাংলা ছবিকে টপকে গিয়েছে ‘বেলাশুরু’।
আরও পড়ুন, Laal Singh Chaddha Trailer release:আমিরের নতুন ছবির ট্রেলার মুক্তি আইপিএল ফাইনালে ? জল্পনা তুঙ্গে
'বেলাশেষে'-র পর 'বেলাশুরু' নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে । এই ছবিকে কেন্দ্র করে, বিশেষ করে সৌমিত্র-স্বাতীলেখাকে কেন্দ্র করে দর্শকদের একটা আবেগ কাজ করেছে বরাবর । সেই আবেগের প্রতিফলনই পড়েছে বক্সঅফিসে । শুক্রবার ছিল শিবপ্রসাদের জন্মদিন । দর্শকদের থেকে এমন ফেরত-উপহার পেয়ে তৃপ্ত শিবপ্রসাদ ।