'অসুর','রাবণ'-এর পর এবার নতুন ভূমিকায় জিৎ (Jeet) । বড়পর্দায় 'চেঙ্গিজ' (Chengiz) হয়ে বিশেষ চমক দিতে চলেছেন অভিনেতা । শুটিং সেট থেকে 'চেঙ্গিস'-এ নিজের লুক প্রকাশ্যে আনলেন তিনি ।
পরণে লাল শার্ট,স্টানিং লুকে জিপের সামনে দাঁড়িয়ে রয়েছেন টলিউডের হ্যান্ডসম হাঙ্ক জিৎ (Jeet's new look in Chengiz) । তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা । ছবি শেয়ার করে শুটিং শুরুর কথা জানিয়েছেন জিৎ । তবে, এই শুটিং প্রথম নয়, অনেক আগেই সিনেমার অধিকাংশ শুটিং হয়ে গিয়েছে । কিন্তু করোনার জন্য মাঝে শুটিং বন্ধ হয়ে যায় । এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বাকি থাকা শুটিংয়ের কাজ শুরু হয়েছে ।
আরও পড়ুন, kacher Manush: আরও কাছে দেব-প্রসেনজিৎ, প্রকাশ্যে নতুন ছবির অফিসিয়াল পোস্টার
উল্লেখ্য, করোনা পরিস্থিতির পর জিৎ-এর একটিমাত্র ছবি 'রাবণ' মুক্তি পয়েছে প্রেক্ষাগৃহে । তবে, বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি । আবার কানাঘুষো শোনা যাচ্ছে, বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করতে পারেন জিৎ । সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে,খুব শীঘ্রই দু'জনে স্ক্রিন শেয়ার করবেন ।