সোশ্যাল মিডিয়ার তারকা রাজপুত্র 'ইউভান', কিন্তু ছেলে ইশানকে লোকচক্ষুর আড়ালেই বড় করে তুলছেন যশ এবং নুসরত। ইশানের জন্মদিনের পর একটিবার ছেলের ঝলক প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। দেখতে দেখতে ইশানের বয়স হতে চলল ২ বছর। এবার ফের দেখা মিলল নুসরত পুত্রের কিন্তু এবারেও মুখ দেখালেন না ইশান। তবে যশ বা নুসরত কেউই এই ছবি সামনে আনেননি, এনেছেন রাজ চক্রবর্তী।
রাজের আরবানার ফ্ল্যাটে আড্ডা জমিয়েছিলেন শুভশ্রী, নুসরতরা। সঙ্গে দুই খুদেও ছিল আসরে। ব্যালকনির সামনে দাঁড়িয়ে দুই অভিনেত্রী, শুভশ্রী-নুসরতের কোলে দুই খুদে, ইশান এবং ইউভান। পিছন থেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজ। ক্যাপশনে আবার লিখেছেন, 'বলুন তো কে?' তবে দর্শকদের চিনে নিতে খুব একটা অসুবিধা হয়নি।