বাংলায় সৃজিত মুখার্জি থেকে টলিউডে করণ জোহরের ব্লু আইড বয় হয়ে উঠেছে টোটা রায়চৌধুরী, এবার বহুদিন পর ফিরছেন নিজের প্রথম ভালবাসার কাছে, মানে একেবারে বাণিজ্যিক ছবিতে।
২০১৫ তে শপথ নামের একটি ছবিতে রণদীপ রায়ের চরিত্রটি খুব জনপ্রিয় হয়েছিল, পুলিশের চরিত্র। সেই চরিত্রই আবারও বড়পর্দায় ফুটিয়ে তুলবেন এখনকার 'ফেলুদা'। এবার আর শুধু মগজাস্ত্র নয়, অ্যাকশনে কাঁপাবেন টোটা।
Bhootpari Trailer: ভূতেরও হয়ে ওঠা থাকে, সামনে এল জয়া-ঋত্বিকের 'ভূতপরী'-র ট্রেলার
আসছে শপথ ২। পরিচালক রাজা চন্দা। রকি অউর রানি কি কাহানীর পর নীরজ পাণ্ডের ওয়েব সিরিজেও কাজ করছেন টোটা। আর সৃজিতের হাত ধরে এ বছরেই ফের ওটিটি তে আসছে ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর।