Punjab Incident : জন্মদিনের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে, বার্থ ডে কেক খেয়ে মৃত্যু ১০ বছরের মানবীর

Updated : Mar 31, 2024 08:53
|
Editorji News Desk

দশ বছরের জন্মদিন । বেশ ধূমধাম করেই বাবা-মা, বোনের সঙ্গে সেলিব্রেশন করছিল ছোট্ট মানবী । অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তার পছন্দের কেক । জন্মদিনের সন্ধেয় হই-হুল্লোড় করেই হয় কেক কাটা ।  আনন্দ, উচ্ছ্বাসে ছোট্ট মানবীর মুখটা তখন জ্বলজ্বল করছে । কিন্তু কে জানত, জীবনের শেষ আনন্দটা সেইসময় উপভোগ করছে সে । বার্থ ডে স্পেশ্যাল কেক খাওয়ার পরই অসুস্থতা, তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানবী । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাতিয়ালায়। 

জানা গিয়েছে, ২৪ মার্চ জন্মদিন ছিল মানবীর। জন্মদিনে তাঁর কেক কাটার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছে মানবী । মুখে তার সবসময় হাসি লেগে রয়েছে । মেয়ের মুখে এক এক করে কেকের টুকরো তুলে দিচ্ছে পরিবারের লোকেরা । সেইসঙ্গে চলছে হাসি, ঠাট্টা ও খুনসুটি । কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় পরিস্থিতি । ইতিমধ্যে সেই কেক কাটার ভিডিও ভাইরাল । যা দেখে বারবার চোখ ভিজছে নেটিজেনদের ।

মানবীর দাদু জানিয়েছেন, ২৪ মার্চ সন্ধেবেলায় কেক কাটে মানবী। আর সেই কেক খাওয়ার পর রাত ১০টা নাগাদ অসুস্থ হয়ে পড়ে মানবী ও বোন । কেক খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দুই বোন বমি করতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও অসুস্থতা বাড়তে থাকে মানবীর । রের দিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

মানবীর দাদু আরও জানিয়েছেন, পাতিয়ালার একটি বেকারি থেকে কেক এসেছিল । মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে কিশোরীর। কেকের স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ওই ঘটনায় ইতিমধ্যেই একটি এফআইআর হয়েছে বেকারির বিরুদ্ধে ।

Punjab

Recommended For You

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?
editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

editorji | ভারত

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ