মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেতুল জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ১১। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার ভোররাতে বেতুল জেলার ঝালর থানার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাতে একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাসকে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান ঝালর থানার আধিকারিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তবে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় বলে খবর। আহত হন বেশ কয়েকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- Gujarat Assembly Election Dates : ২ দফায় গুজরাতের বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা কমিশনের
পুলিশ সূত্রে অনুমান, ভোররাতের ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা। পাশাপাশি, গাড়ির দুরন্ত গতিও দুর্ঘটনার জন্য দায়ী বলেও অনুমান। তবে তদন্ত শেষ না হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ।