দাদার বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এক প্রাণবন্ত কিশোর। মর্মান্তিক সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মৃত কিশোরের পরিবারকে শোক ও সমবেদনা জানাচ্ছেন নেটিজনেরা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটা এলাকায়। দাদার বিয়ের অনুষ্ঠানে নাচছিল ১৫ বছরের কিশোর সুধীর। আচমকাই সে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রায় একইরকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটেও। অ্যাসাইনমেন্টে থাকার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রবি গুপ্তা নামে এক সাংবাদিক। তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে (এএনআই) কর্মরত ছিলেন।