ভোটার লিস্টে নাম তুলতে আর ১৮-এর অপেক্ষা নয়। এবার থেকে ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করার সুযোগ মিলবে। বুধবার ১৩তম জাতীয় ভোটার দিবসে এই ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, ইতিমধ্যেই নতুন ভোটারদের জন্য প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে।
এই ব্যবস্থায় আগাম আবেদন করে রাখলে ১৮ বছর হলেই ভোটার কার্ড পাবেন আবেদনকারী। ক্যুরিয়ারের মাধ্যমে নতুন ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে ভোটার কার্ড। ফলে ভোটার হওয়ার এই আগাম ব্যবস্থায় বেশ খুশি তরুণ প্রজন্ম।
আগে যে কোনও বছরের ১ জানুয়ারির মধ্যে বয়স ১৮ হলে তবেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যেত। ফলে নানান সমস্যার জেরে নতুন ভোটাররা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হতেন। তাই সেই সমস্যা দূর করতে এবার চলতি বছর থেকেই বছরে ৪ বার ভোটার তালিকায় সংযোজন ও সংশোধনের প্রক্রিয়া চালু করতে চলেছে নির্বাচন কমিশন।