নাবালিকাকে ধর্ষণ (Minor Rape) করে ভিডিয়ো করে রেখেছিল ধর্ষক। এরপর ভয় দেখিয়ে বেশ কয়েক ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাশগঞ্জে (UP Kashgunj)। ধর্ষণে অভিযুক্ত ওই যুবক ও তার পরিবার, বন্ধুদের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনায় অভিযুক্ত ২১ বছরের যুবক কোতোয়ালি সদর থানার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক যুবক। পরিবারও গা-ঢাকা দিয়েছে।
আরও পড়ুন: কর্নাটকে আক্রান্ত কৃষকনেতা রাকেশ টিকায়েত, মুখে কালি ছোড়ার অভিযোগ
কাশগঞ্জ জেলা পুলিশের DSP দীপকুমার পন্থ জানিয়েছেন, "নির্যাতিতার বয়স ১৭ বছর। তার বাবার ওই এলাকায় একটি দোকান চালান। অভিযুক্ত যুবকও নির্যাতিতার পরিচিত। এক বন্ধুর বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে ওই যুবক। সেই ভিডিও তুলে রেখেছিল ওই যুবক।" এরপরই ওই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ফল দেখিয়ে বেশ কয়েকবার মোটা টাকা ব্ল্যাকমেল করে ওই যুবক। বাড়ির অজান্তেই ওই টাকা যুবককে দেয় ওই নির্যাতিতা। কিন্তু ব্ল্যাকমেল না থামায় বাবা-মাকে সব জানায় ওই নির্যাতিতা। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।