মিজোরামে ঝুলন্ত ব্রিজ ভেঙে শ্রমিকদের মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার আইজলের জেলাশাসক নাজুক কুমার জানিয়েছে, এখনও পর্যন্ত যাঁদের দেহ উদ্ধার করা গিয়েছে, প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে ১৮ জনের দেহ। মৃতদেহ রেলের হাতে তুলে দিয়েছে আইজল প্রশাসন। জখন তিনজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
বুধবার মালদার জেলাশাসক জানান, তাঁরা ২৩ জনের মৃত্যুর খবর পেয়েছেন। আইজলের জেলাশাসক দাবি করেন, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৮। তাই সঠিক তথ্য কত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন জেলাশাসক।
জেলাশাসক নাজুক কুমারের দাবি, ব্রিজটি দুর্গম এলাকায় তৈরি হচ্ছিল। খাদ, ঝোপ আছে। আরও দেহ কোথায় আটকে আছে কিনা, তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে বিএসএফ, এনডিআরএফ টিমও। মৃত শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।