বৃহস্পতিবার ভোরে আগুন লাগল দিল্লি- শাহরাসা বৈশালি এক্সপ্রেসে। ঘটনাটি ঘটেছে ভোর ২টো ৪০ নাগাদ উত্তর প্রদেশের ইটাওয়া জেলায়। ঘটনায় ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, ১২৫৫৪ নম্বরের ওই ট্রেনটি দিল্লি থেকে বিহারের শাহরাসা যাচ্ছিল। সেসময় মৈনপুরী স্টেশনের কাছে পৌঁছতেই এস ৬ কামরায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহত ১৯ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
কী থেকে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যে কামরায় আগুন লেগেছিল সেটি প্যান্ট্রি কারের পাশেই। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে যাত্রীদের অনেকেই আশঙ্কা করছেন।
এর আগে গতকাল ইটাওয়ার সরাই ভূপত স্টেশনের কাছে বিহারগামী আরও একটি ট্রেনে আগুন লাগে। প্রাণ বাঁচাতে অনেকেই ট্রেন থেকে লাফ দেন। ঘটনায় ৮ জন আহত হয়েছেন।