সংসদের বাদল অধিবেশন চলাকালীন একাধিক ইস্যুতে হই হট্টগোলের কারণে অধিবেশনের মুলতুবি ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার সকালেই। এবার ১৯ জন সাংসদকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে বরখাস্ত (suspend) করা হল। রাজ্যসভায় বিশৃঙ্খলার কারণে ২৫৬ ধারার অধীনে এই সাংসদদের বিরুদ্ধে ডেপুটি স্পিকারের (Deputy speaker) এই পদক্ষেপ। সাসপেন্ড হওয়া সাংসদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাত জন— দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নূর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী।
এছাড়াও সিপিএম-র এএ রহিম, কানিমোজি ও মহম্মদ আব্দুল্লাহকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১ সপ্তাহ তাঁরা রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। উল্লেখ্য, গত শীতকালীন অধিবেশনেও একাধিক তৃণমূল সাংসদকে বরখাস্ত করা হয়েছিল।
National Herald Case: ইডি দফতরে জেরা সনিয়াকে, আটক রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা
সংসদের অধিবেশনে বিরোধীরা জিএসটি, মূল্য বৃদ্ধি, অগ্নিপথ প্রকল্প ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের মতো ইস্যু খাড়া করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান দেওয়া, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ চলতে থাকে। ডেপুটি স্পিকার বারবার বারণ করা সত্ত্বেও বিরোধীরা নিজেদের স্লোগান ও বিক্ষোভ জারি রাখেন। বিক্ষোভ দেখাতে দেখাতে ডেপুটি স্পিকারের চেয়ারের কাছে বসে পড়েন কেউ কেউ।