অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে দিল্লির তিহাড় জেলে দুই তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও বোলপুরের সাংসদ অসিত মাল অনুব্রতের সঙ্গে দেখা করবেন। তিহাড় কর্তৃপক্ষের থেকে অনুমতিও পাওয়া গিয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার সকাল ১১টা নাগাদ তিহাড়়ে যাবেন দোলা ও অসিত। ১২টা পর্যন্ত তাঁদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যদিও বিষয়টি জানানো হয়নি।
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতের জামিনের আবেদন নিয়ে মামলার শুনানিও স্থগিত হয়ে যায়। সোমবার থেকে আদালতে গরমের ছুটি। আগামী এক মাসে এই মামলার শুনানির সম্ভাবনা কম। গোটা জুন মাসও তিহাড়েই কাটবে অনুব্রত ও সুকন্যার।
শিয়রে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন। তৃণমূলকে অনেক নির্বাচন একাই পার করিয়েছেন কেষ্ট মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি হিসেবে তাঁকে রেখে দিয়েছে দল। শারীরিক অসুস্থতা দেখিয়েই রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল।