বর্ষবরণের (New Year 2023) রাতে ভয়াবহ ঘটনা । এক তরুণীর নগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিল্লির (Delhi News) সুলতানপুরে । জানা গিয়েছে, রবিবার ভোরে একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী । সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে । এখানেই শেষ নয়,ওই তরুণী গাড়ির নিচে আটকে যায় । সেই অবস্থাতেই তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি । এরপর কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পুলিশের কাছে ভোর ৩ টে ২৪ নাগাদ একটি ফোন আসে । তখনই তাঁরা খবর পান, একটি গাড়ি একটি দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে । ভোর ৪টে ১১ নাগাদ আরও একটি ফোন আসে পুলিশের কাছে । বলা হয়, রাস্তার পাশে এক তরুণীর নগ্ন দেহ পড়ে রয়েছে । এরপরই পুলিশ দেহটি উদ্ধার করে । পরে ঘাতক গাড়িটিকে সনাক্ত করে তারা ।
দিল্লি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, "গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের দাবি, একটি স্কুটির সঙ্গে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু, তারা জানতই না যে তাদের গাড়ির নিচে আটকে গিয়েছে ওই তরুণীর দেহ এবং তাঁকে ওই ভাবে কয়েক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়া হয়েছে । "