প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ( Natural Disaster Death )। গত কয়েকদিনে একাধিক মৃত্যু হয়েছে । এরই মধ্যে গত চার মাসে দেশে প্রাকৃতিক দুর্যোগে কত জনের মৃত্যু হয়েছে, তার পরিসংখ্যান জানাল স্বরাষ্ট্রমন্ত্রক । পরিসংখ্য়ানে বলা হচ্ছে, দেশে ১ এপ্রিল থেকে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের কারণে প্রায় ২০৩৮ জনের মৃত্যু হয়েছে । ১৫০০ জনেরও বেশি আহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন ১০১ জন ।
নতুন তথ্য বলছে, ১ এপ্রিল থেকে বন্যায় ৮৯২ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে মারা গিয়েছেন ১৮৬ জন এবং বজ্রপাতের শিকার হয়েছেন ৫০৬ জন । সবথেকে বেশি মৃত্যু হয়েছে বিহারে, প্রায় ৫১৮ জন । দ্বিতীয় স্থানে রয়েছে হিমাচল প্রদেশ । এখানে মৃত্যু হয়েছে ৩৩০ জন ।
বিহার এবং হিমাচল প্রদেশ ছাড়াও গুজরাতে বৃষ্টি, বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের কারণে ১৬৫ জন, মধ্যপ্রদেশে ১৩৮ জন, কর্নাটক ও মহারাষ্ট্রে ১০৭ জন, ছত্তিশগড়ে ৯০ জন এবং উত্তরাখণ্ডে ৭৫ জনের মৃত্যু হয়েছে ।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মোট ১৬০টি দল বিভিন্ন রাজ্যে মোতায়েন করা হয়েছে । তাদের মধ্যে, হিমাচল প্রদেশে ১৭টি দল, মহারাষ্ট্রে ১৪টি, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে ১২ টি, অসম এবং পশ্চিমবঙ্গে ১০টি এবং উত্তরাখন্ডে ৯টি দল মোতায়েন করা হয় ।