ভয়াবহ বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ুর (Tamil Nadu) রাজধানী চেন্নাই (Chennai)। বৃহস্পতিবার প্রবল দুর্যোগের জেরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন: Precaution Dose: কারা আগে পাবেন প্রিকশন ডোজ, খুব শিগগির আসবে কেন্দ্রের সিদ্ধান্ত
চেন্নাই এবং রাজধানী সংলগ্ন আরও তিনটি জেলায় চলছে একটানা প্রবল বৃষ্টি। চেন্নাই, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর এবং চেঙ্গালিপাত্তু জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী ২৪ ঘণ্টায় আরও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দুর্যোগের আশঙ্কায় স্কুল, কলেজ শুক্রবার অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার জন্য কিছু সরকারি দফতর খোলা রয়েছে, বাকিগুলি বন্ধ। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।