জেনারেল ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। কোভিডে আক্রান্তদের মধ্যে অন্তত ৩০ শতাংশের শরীরে তৈরি হয়েছে একটি নতুন দশা। যার নাম 'লং কোভিড' বা 'দীর্ঘস্থায়ী কোভিড'। এই গবেষণাটি সম্পন্ন করার জন্য গবেষকরা ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ১,০৩৮ জন কোভিড আক্রান্তকে পরীক্ষা করেন। তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি ছিলেন।
গবেষণায় উঠে এসেছে যে, ওই আক্রান্তদের মধ্যে মোট ৩০৯ জনের শরীরে লং কোভিডের লক্ষণ দেখা দেয় এবং মূল কোভিডটি হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মাথায় দেখা দিয়েছিল এই বিশেষ ধরনের কোভিডের লক্ষণগুলি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শারীরিক দুর্বলতা এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। অন্যদিকে, হাসপাতালে যাঁদের ভর্তি হতে হয়নি, তাঁদের মধ্যেও বৃদ্ধি পেতে থাকে ঘ্রাণহীনহার সমস্যা। কোনও গন্ধই পাচ্ছিলেন না তাঁরা।
এই গবেষণায় জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস রয়েছে যে রোগীদের, তাঁদের শরীরে এই রোগ বাসা বাঁধার সম্ভাবনা অনেক বেশি।