৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp group) নিষিদ্ধ করে দিল কেন্দ্র, গ্রুপগুলির বিরুদ্ধে অগ্নিপথ প্রকল্প (Agnipath Protest) নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ছিল। একই কারণে অন্তত ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।
ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় গত তিন দিন ধরে অগ্নিগর্ভ দেশের একাধিক রাজ্য। বিহার সহ আরও কিছু রাজ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জমায়েত সংঘটিত করা হচ্ছে, এমন খবর পৌঁছয় কেন্দ্রের কাছে। গ্রুপগুলো চিহ্নিত করে নিষিদ্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় অন্তত ১০ জনকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে অগ্নিপথ সংক্রান্ত সমস্ত তথ্য ও খবর যাচাই করতে ‘৮৭৯৯৭-১১২৫৯’ নম্বরটি চালু করেছে ।
গোয়েন্দাদের অনুমান, সেনায় নিয়োগের প্রশিক্ষণ দেওয়া হয়, এমন কিছু কোচিং সেন্টারের মাধ্যমে দেশজুড়ে অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে। পটনায় ধৃতদের মোবাইল ফোন ঘেঁটে এই সন্দেহ আরও দৃঢ় হয়েছে। তেলঙ্গানায় এক কোচিং সেন্টারের মালিককে গ্রেফতারও করা হয়েছে।