রাজস্থানে (Rajasthan) মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার জয়পুরের কাছে একটি গ্রামের কুয়ো থেকে উদ্ধার এক সদ্যজাত, এক শিশু সহ তিন গৃহবধূর মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৫ মৃতদেহের মধ্যে তিনজন একই পরিবারের গৃহবধূ ছিলেন। গ্রেফতার (Arrest) করা হয়েছে তিন গৃহবধূর স্বামী ও শ্বশুর শাশুড়িকে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর একজনের বয়স চার আর অন্যজন মাত্র ২০ দিনের সদ্যজাত। পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের অত্যাচারের ফলেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন ওই তিন গৃহবধূ। জয়পুরের মিনো কা মহল্লার বাসিন্দা ছিলেন এই তিন গৃহবধূ। গ্রামের ডুডু এলাকার একটি কুয়ো থেকে এদের দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ইন্ডিগো এয়ারলাইন্সকে ৫ লক্ষ টাকা জরিমানা, বিবৃতি দিয়ে জানাল DGCA
স্থানীয় পুলিশ সুপার দীনেশ কুমার শর্মা জানান , "মৃত তিন মহিলা সম্পর্কে বোন। অভিযোগ, বিয়ের পর থেকেই এই তিনজনের ওপর অত্যাচার শুরু হয়। গত বুধবার থেকে এদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারে পক্ষ থেকেও থানায় অভিযোগ জানানো হয়।" বৃহস্পতিবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রামের কুয়োর মধ্যে তিন বোন ও সন্তানদের মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ মহিলাদের স্বামী ও শ্বশুর-শাশুড়িদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাঁদের গ্রেফতার করেছে।