সপ্তাহান্তে টোর্নামেন্ট খেলে ৭ হাজার টাকার পুরস্কার পেয়েছিল অঙ্কিত। মাত্র ৭ বছর বয়স। সখের খেলনা, ভিডিয়োগেম কত কিছুই কিনতে পারত সে। সে সব না করে, কিনল একটা মোবাইল ফোন। নিজের জন্য নয়, বাড়ির রাঁধুনির জন্য। নিজের চেয়েও আগে অন্যের কথা ভাবতে শিখেছে ছোট্ট অঙ্কিত। গর্বিত বাবা সে কথা ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।
অঙ্কিতের যখন মাত্র ৬ মাস বয়স, তখন থেকেই রাঁধুনি সরোজা তার দেখভাল করে আসছে। তাই তাঁর প্রতি টান তো ছিলই। পুরস্কারের টাকা পেয়ে সবচেয়ে আগে তাঁরই প্রয়োজন মিটিয়েছে, যার সবচেয়ে দরকার। অঙ্কিতের বাবা ভি বালাজি সরোজা আর অঙ্কিতের ছবি শেয়ার করে জানিয়েছেন অঙ্কিতের বাবা মা হিসেবে তিনি এবং তাঁর স্ত্রী গর্বিত।
নেটিজেনরাও অঙ্কিতের এই বড় মনের পরিচয় পেয়ে রীতিমতো মুগ্ধ। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নিজেকে।