ঠাকুমার কাছে টাকা চেয়ে পায়নি দ্বাদশ শ্রেণির তরুণ। তাই ব্লেড দিয়ে ঠাকুমার গলার নালি কাটার অভিযোগ নাতির বিরুদ্ধে। উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগের (Shalimar Bagh) ঘটনা। মৃতার ফ্ল্যাটের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুমাকে খুন করার পরদিন স্কুলেও গিয়েছিল ১৭ বছরের তরুণ। ঘটনার ১২ ঘণ্টা পর স্কুল থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯ টার সময় মুখে টাওয়েল বেঁধে ঠাকুমার ফ্ল্যাটে ঢোকে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে রাত ১১ টার সময় তার ফ্ল্যাট থেকে বেরনোর মুহূর্তের ভিডিও দেখা গিয়েছে।
Swiggy Delivery Boy: ঘোড়ায় চড়ে সুইগির খাবার ! কে সেই ডেলিভারি বয় ? জানা গেল আসল পরিচয়
শুক্রবার সকালে ওই ৮০ বছরের বৃদ্ধার দেহ শালিমার বাগের ফ্ল্যাটের বিছানায় গলার নালি কাটা অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধা।