স্মৃতি ফিরল ভোপালের। ফের বিষাক্ত গ্যাস লিক করে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ আরও ১১ জন।
সংবাদসংস্থা সূত্রে জানা খবর, পুলিশ গোটা এলাকা সিল করে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ পাশাপাশি ডাক্তার ও অ্যাম্বুলেসও পাঠানো হয়েছে৷ গোটা এলাকা খালি করার কাজ শুরু হয়েছে। তবে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কী গ্যাস ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি।