পঞ্জাবের কপুরথলায় একটি গুরুদ্বারে সাত সকালে চলল গুলি, ঘটনায় মৃত্যু হয় একজন পুলিশ কনস্টেবলের। প্রায় ৫ জন গুরুতর জখম। গুরুদ্বারে গুলি চালানোর ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে কোনও সন্ত্রাসবাদী জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Prosenjit Chatterjee: 'গানের ওপারে'র পর আবারও বাংলা ধারাবাহিকের প্রযোজনায় বুম্বাদা, TRP নিয়ে টেনশন হচ্ছে?
পুলিশ সূত্রে খবর, স্থানীয় গুরুদ্বারের দখল ঘিরে গোষ্ঠী বিবাদ চরমে ওঠে। সেসময় একটি গোষ্ঠীর বিরুদ্ধে গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। আগেই অশান্তির জেরে পুলিশ মোতায়েন করা ছিল, গুরুদ্বারের ফটকে। অভিযোগ পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।