লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী। তারপর বুধবার সন্ধে নাগাদ পা রেখেছিলেন নিজের লোকসভা এলাকা বারানসীতে। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। রোড শো-তে প্রধানমন্ত্রীর গাড়িতে পড়ল একটি জুতো। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)।
Read More- NET বাতিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের, কবে মুখ খুলবেন মোদী? প্রশ্ন খড়গের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। রাস্তায় পাশে ছিলেন প্রচুর সাধারণ মানুষ। সেসময়ই একটি জুতো প্রধানমন্ত্রীর গাড়ির উপর পড়ে। যদিও দ্রুত সেই জুতো সরিয়ে দেন একজন নিরাপত্তারক্ষী।
স্থানীয়রা ওই বস্তুটিকে জুতো বললেও পুলিশের দাবি সেটি একটি মোবাইল। তবে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। কী কারণে এই জুতো ছোড়া হল তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। স্থানীয় কংগ্রেস নেতারা ওই ভিডিওটি শেয়ার করেছেন।