প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়েছিল ছাদের একাংশ। ওই ঘটনার পুরনাবৃত্তি যাতে না হয় তার জন্য পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করল কেন্দ্রীয় সরকার। ওই দলে রয়েছেন IIT-র বিশেষজ্ঞরা। বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু এই বিষয়ে জানিয়েছেন।
শুক্রবার দিল্লি বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এবার দেশের সব বিমানবন্দরগুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। তাঁরা ১৫৭টি বিমানবন্দর পরীক্ষা করবেন।
লোকসভা ভোট শুরু হওয়ার আগেই দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ টেনে মোদীকে কটাক্ষ করেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগও আনেন সাংসদ।