ফের রাজধানীতে পথ দুর্ঘটনা। দুরন্ত গতির ট্রাক পিষে মারল ৪ পথচারীকে। আরও ৩ ফুটপাথবাসীর অবস্থাও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে। গত ৪ সেপ্টেম্বর এই বেপরোয়া গতির জেরেই প্রাণ হারান টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। কিন্তু তারপরেও পরিস্থিতির এতটুকু বদল যে ঘটেনি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মঙ্গলবারের এই ঘটনা।
দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির সীমাপুরী এলাকায়। সেখানেই রাস্তার ডিভাইডারে সার দিয়ে ঘুমোচ্ছিলেন জনা কয়েক ফুটপাথবাসী। সিসিটিভি ফুটজে ধরা পড়েছে গোটা ঘটনা। রাত ১টা ৫১ মিনিটে সীমাপুরীর ডিটিসি ডিপো রেডলাইটের কাছে ঘটনাটি ঘটে। প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক পিষে দেয় ঘুমন্ত ফুটপাথবাসীদের। তারপরেও ট্রাকটি না থেমে দুরন্ত গতিতে এগিয়ে যায় সামনের দিকে।
আরও পড়ুন- Sex Racket in Nagpur: কলকাতার তরুণীকে অপহরণ করে যৌনপেশায় নামানোর অভিযোগ, নাগপুর থেকে গ্রেফতার দম্পতি
ইতিমধ্যেই অভিযুক্ত ট্রাকটির সন্ধান নেমেছে পুলিশ। দিল্লির সীমানায় থাকা রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে ট্রাকটির বিষয়ে। বিভিন্ন দলে ভাগ হয়ে সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।