দ্রৌপদী মুর্মুকে নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন আম আদমি পার্টির। শনিবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করে দিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা কেজরিওয়াল ঘনিষ্ঠ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh)। আপের এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে বিরোধী শিবির।
শনিবার সঞ্জয় সিং জানিয়ে দিলেন, “দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) প্রতি আমাদের সম্মান আছে। তবে আমরা যশবন্ত সিনহাকে সমর্থন করব।” আম আদমি পার্টির এই সমর্থন রাষ্ট্রপতি ভোটে যশবন্তের জন্য বড়সড় স্বস্তির জায়গা হতে পারে। কারণ, কেজরিওয়ালের দল এই মুহূর্তে বহরে বেশ বড়। দিল্লি এবং পাঞ্জাব মিলিয়ে রাজ্যসভার ১০ জন সাংসদ রয়েছে আপের। পাঞ্জাব, দিল্লি, গোয়া মিলিয়ে রয়েছে ১৬২ জন বিধায়ক।
আরও পড়ুন- Protest banned in Parliament: সংসদ চত্বরে নিষিদ্ধ ধরনা-বিক্ষোভ, জোর করে মুখ বন্ধের অভিযোগ বিরোধীদের
রাষ্ট্রপতি নির্বাচনে কেজরিওয়ালের দলের ভূমিকা কী হবে, সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এমনিতে বিজেপির (BJP) সমালোচক হলেও অবিজেপি দলের দু’টি বৈঠকেই অনুপস্থিত থেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal)। পাঠাননি কোনও প্রতিনিধিও। আবার দ্রৌপদী মুর্মুর মনোনয়নে তাঁকে সমর্থনকারী অধিকাংশ দল হাজির থাকলেও সেখানেও গরহাজির ছিল আপ নেতৃত্ব। ফলে দু’পক্ষই বেশ ধোঁয়াশায় ছিল কেজরিওয়ালের অবস্থান নিয়ে। শেষপর্যন্ত শনিবারের এই ঘোষণায় স্বস্তি ফিরেছে বিরোধী শিবিরে।