মেঘালয়ের ভোটেও গোয়া মডেলেই আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। বুধবার পাহাড়-রাজ্যের জনসভা থেকে রাজ্যের বিজেপি-এনপিপি সরকারকে(BJP-NPP Govt.) তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আরও দাবি, মেঘালয়ের বর্তমান জোট সরকার(BJP-NPP Govt.) ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মেঘালয়ে(TMC in Meghalaya) 'নতুন ভোর' আনার ডাক দিয়েছেন অভিষেক।
এদিন স্থানীয় উপজাতিদের বিশেষ মুকুট পরে মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ভাষণকালেও তাঁর বক্তব্যেও উঠে আসে আঞ্চলিক কৃষ্টি-সংস্কৃতির কথা। রাজ্যের বিজেপি-এনপিপি সরকারকে(BJP-NPP Govt.) আক্রমণ করে তাঁর দাবি, গুয়াহাটি বা দিল্লি থেকে মেঘালয়(Meghalaya) চলবে না। মেঘালয় যাতে ভূমিপুত্রদের হাতেই থাকে, তা নিশ্চিত করবে তৃণমূল। বুধবারের জনসভা থেকে এমনটাই জানান এই তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- Dutee Chand Suspended: নমুনা পরীক্ষায় নিষিদ্ধ বস্তু, ডোপিংয়ের অভিযোগে আপাতত সাসপেন্ড দ্যুতি চাঁদ
পাশাপাশি, কংগ্রেসকে আক্রমণ করে অভিষেকের(Abhishek Banerjee) আরও দাবি, বিজেপিকে হারাতে কংগ্রেসকে(TMC slams Congress) ভোট দেওয়া আসলে বিজেপিকেই ভোট দেওয়া। এদিন তৃণমূল নেত্রীর মতো তিনিও জানান, রাজ্যের বিজেপি জোট সরকার(BJP-NPP Govt.) কী করেছে, তার রিপোর্ট পেশ করা হোক জনতার কাছে। এরপরেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে আক্রমণ করে তাঁর দাবি, নিজেদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ মেঘালয়ের জোট সরকার।