এশিয়া ক্যাপে ভারত-পাক ম্যাচের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-পুত্র ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতারা। নেটপাড়া উত্তাল আলোচনা ও সমালোচনায়। ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে অভিষেকের কটাক্ষ, ‘অমিতব্যয়ী রাজপুত্র জাতীয় গর্বের কথা জানেন না।’
গ্যালারিতে তখন টানটান উত্তেজনা। তিন বলে বাকি ছয় রান। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার মহম্মদ নওয়াজের চতুর্থ বল হেলায় গ্যালারিতে ফেললেন হার্দিক পান্ডিয়া। মুহূর্তে গ্যালারি জুড়ে শুরু হল উচ্ছ্বাস। চার দিকে তেরঙ্গা উড়ছে। পান্ডিয়া ও দীনেশ কার্তিকের দিক থেকে মুহূর্তের জন্য ক্যামেরা ঘুরল বিসিসিআই বোর্ড সচিব জয় শাহের দিকে। সেখানে কয়েক সেকেন্ডের যে ছবি ধরা পড়ল তা নিয়ে চলছে জোর বিতর্ক। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
আরও পড়ুন- Dilip Ghosh slams TMC: 'কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল', TMCP-এর সমাবেশের দিন কটাক্ষ দিলীপ ঘোষের
সোমবার টুইটারে অভিষেক লেখেন, ‘জয় শাহের এই জাতীয় পতাকা ধারণ করতে না চাওয়া আসলে শাসক গোষ্ঠীর বৃহত্তর ভণ্ডামির লক্ষণ।’ তাঁর সংযোজন, ‘ওঁরা নাটকে মত্ত থাকেন। কিন্তু মূল্যবোধের বড়ই অভাব। জুমলার সব সীমা অতিক্রম করেছেন। দেশপ্রেমের বড়ই অভাব।’