দিদি ও মোদী চুক্তি করেছেন। বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সোমবার বিরোধী দলগুলির হই হট্টগোলে ভেস্তে যায় প্রথম সেশন। কথা বলার সুযোগ পাননি রাহুল গান্ধী।
এদিন সংসদে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কংগ্রেস ও রাহুল গান্ধীকে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" অধীর চৌধুরীর অভিযোগ, ইডি ও সিবিআই থেকে বাঁচতেই তিনি কংগ্রেসের বিরোধিতা করছেন।
এদিন নির্দিষ্ট নোটিস না দেওয়ায় সংসদের অধিবেশনে কথা বলার সুযোগ পাননি রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদরা একাধিক প্রস্তাব পেশ করে মুলতুবি পাস করে।