বিবিসির ‘বিতর্কিত’ তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-(INDIA The Modi Question ) এর প্রদর্শন বন্ধ করতে মরিয়া সরকার। তবু এই আবহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) পড়ুয়ারা। শুক্রবার বিকেল ৫'টায় এই তথ্যচিত্র দেখানোর কথা। যা রুখতে মরিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলছে চাপানউতোর।
দু-দশক আগে গুজরাতে হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র (BBC Documentory) নিয়ে তোলপাড় চলছে সারা দেশ জুড়েই। এই তথ্যচিত্র নিয়ে গোটা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। এরপরই এসএফআই সিদ্ধান্ত নেয়, দেশের বিভিন্ন ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানো হবে। এর আগে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো নিয়ে ধুন্ধুমার হয়েছিল। এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হয় বিবিসির এই তথ্যচিত্র।