চিকিৎসকের ভয়াবহ গাফিলতির অভিযোগে এবার উত্তাল উত্তর প্রদেশ। অভিযোগ উত্তর প্রদেশের একজন ডাক্তার প্রসূতির ডেলিভারির পর পেটের ভিতরেই একটি তোয়ালে রেখে সেলাই করে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার একটি গ্রামে।
ANI সূত্রে খবর, সাইফি নার্সিং হোমে অপারেশন করার পর মাতলুব নামের ওই অভিযুক্ত ডাক্তার প্রসূতির পেটে টাওয়াল রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। পরে ওই ডাক্তারের নার্সিংহোমে ফের তীব্র পেট ব্যথা নিয়ে ভর্তি করা হয় রোগীকে। ঠান্ডা আবহাওয়ার দোহাই দিয়ে রোগীকে আরও ৪-৫ দিন ওই অবস্থাতেই ভর্তি রেখেছিলেন ডাক্তার। তবুও অবস্থার উন্নতি না হওয়ায় রোগীর স্বামী অন্য ডাক্তারের কাছে তাঁকে নিয়ে যেতেই জানা যায় তার পেটে তোয়ালে রয়েছে। যদিও ডাক্তারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।