কোভিডের ফের বাড়বাড়ন্ত (Covid 19 Rises)। এবার আরব আমিরশাহি ফেরত যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল এয়ার ইন্ডিয়া (Air India)। মঙ্গলবার যাত্রীদের জন্য সেই নির্দেশিকা জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, আমিরশাহি ফেরত সব যাত্রীদের কোভিডের টিকা নেওয়া থাকতে হবে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ১২ বছরের কম যাদের বয়স, তাদের ব়্যানডম টেস্ট করা হবে না। তবে কারও যদি কোভিড সংক্রান্ত উপসর্গ হয়, তা হলে কোভিড বিধি মেনেই পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: জানুয়ারিতেই কি দেশে বাড়বে কোভিড সংক্রমণ! আগামী ৪০ দিন কেন এত গুরুত্বপূর্ণ
সম্প্রতি বিদেশফেরত যাত্রীদের জন্যও কোভিড নির্দেশিকা জারি করা হয়েছে। চিনে কোভিডের বাড়বাড়ন্তের পরই দেশের বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। চিন, জাপান, হংকং ও তাইল্যান্ড থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআইর বাধ্যতামূলক করেছে কেন্দ্র। বিমানবন্দরগুলিকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে।