পয়গম্বর ইস্যুতে এবার ভারতে আত্মঘাতী হামলা (Suicidal attack) চালানোর হুমকি দিল জঙ্গি সংগঠন আল কায়দা (Al Qaeda)। আল কায়েদার অফিসিয়াল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, গুজরাত, উত্তরপ্রদেশ, মুম্বই ও দিল্লিতে তারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত।
একই সঙ্গে ওই বার্তায় আল কায়দার হুমকি, খুব শিগগির বিজেপি শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, বিজেপি নেত্রী নুপুর শর্মার (Nupur Sharma), নবীনকুমার জিন্দালের (Nabin Kumar Jindal) বক্তব্যের পর এই হুমকি দিল আল কায়েদা।
Ketugram Case Update: স্ত্রীর কব্জি কাটার অপরাধ, গ্রেফতার মূল অভিযুক্ত শের মহম্মদ
‘পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই’ বলে চিঠিতে উল্লেখ করে লেখা হয়েছে, যারা নবিকে অপমান করে, তাদের শেষ করতে নিজেদের এবং সন্তানদের সঙ্গে আত্মঘাতী বিস্ফোরক বেঁধে দিতেও তারা পিছপা হবেন না। দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক, হুমকি জঙ্গি গোষ্ঠীর।
পয়গম্বর ইস্যুতে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে মোদী সরকার। বিতর্কিত মন্তব্যের জন্য নূপুর শর্মা এবং নবীনকুমার জিন্দালকে বিজেপি ‘শাস্তি’ দিলেও বিতর্ক থামেনি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুয়েত ভারতকে বয়কটের রাস্তা হাঁটার হুমকি দিয়েছে।