কংগ্রেস ও বিজেপির সাংসদদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় বেনজির হয়ে রইল শীতের সংসদ ভবন। আম্বেদকর ইস্যুতে বৃহস্পতিবার সকাল থেকেই আক্রমণাত্মক ছিল দু পক্ষ। উত্তেজনা এই পর্যন্ত যাবে, তা ধারনা করতে পারেনি রাজনৈতিক মহল। বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গিকে ধাক্কা দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
এই ঘটনায় আহত দুই বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী এবং মুকেশ রাজপুরোহিতকে ভর্তি করা হয়েছে রামমনোহর লহিয়া হাসপাতালে। আহত দুই সাংসদের শারীরিক অবস্থার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে দুই সাংসদকে গিয়ে দেখে এসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাহুল গান্ধী গুণ্ডা। অভিযোগ শিবরাজের। অস্বীকার কংগ্রেসের।
বিজেপির অভিযোগ, আম্বেদকর ইস্যুতে এদিন কংগ্রেস শুরু থেকেই চেয়েছিল সংসদে এসে হাঙ্গামা করতে। এদিন নীল টি-শার্টে সংসদে আসেন রাহুল। প্রিয়াঙ্কার গলায় ছিল নীল উত্তরীয়। শাসক দলের যুক্তি, আম্বেদকর নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস পাল্টা জানিয়েছে, অমিত শাহ পদত্যাগ না করা পর্যন্ত সংসদে তাঁদের বিক্ষোভ চলবে। এই ইস্যুতে বাকি বিরোধীরাও তাঁদের পাশে বলে দাবি রাহুল গান্ধীর।
এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন বিআর আম্বেদকরের পরিবার। বাবাসাহেবের নাতি ও প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর জানিয়েছেন, অমিত শাহের মন্তব্য দেশবাসীর কাছে অপমানজনক। আর এই ইস্যুতে তৃণমূল নেত্রী যে ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন, তাতে তাঁর ধন্যবাদ প্রাপ্য।