'লড়াই জারি থাকুক বিধানসভার বাইরে, যা করার যথাসময়ে করা হবে'। এই বলেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির (BJP) মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে আশ্বাস দিলেন অমিত শাহ (Amit Shah)। একটি সংবাদমাধ্যমকে মনোজ টিগ্গা (Manoj Tigga) জানান, "বিধানসভায় আমাদের সঙ্গে কীরকম আচরণ করা হয়েছে তা আমরা অমিতজিকে জানিয়েছি। তিনি আমাদের বলেছেন, আপনারা বিধানসভার বাইরে লড়াই জারি রাখুন। যা করার আমরা ঠিক সময়েই করব"।
আরও পড়ুন: নাগাল্যান্ড, মণিপুর ও অসমের একাংশ থেকে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের
গত সোমবার বিধানসভায় (Assembly) তীব্র বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের শাসক (TMC) ও বিরোধী দলের (BJP) বিধায়করা। দু'দলের একাধিক বিধায়ক সংশ্লিষ্ট ঘটনায় আহত হন। আহত বিধায়কদের মধ্যে ছিলেন মনোজ টিগ্গা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার মনোজ টিগ্গাকে নিয়ে অমিত শাহের কাছে যান। সেই আলোচনায় তাঁদের কাছে রাজ্যের অবস্থা সম্পর্কে জানতে চান শাহ (Amit Shah)।
প্রসঙ্গত, সোমবার বিধানসভায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adikary) বিরুদ্ধে। পাল্টা চিঠি দিয়ে স্পিকারের কাছে বিজেপির দাবি, ওই ঘটনায় তাদের মোট ১০ জন বিধায়ক আহত হয়েছেন।