জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmur) বৈষ্ণোদেবী মন্দিরের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। এই ঘটনা নিয়ে তিনি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহার (Manoj Sinha) সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সব আহতদের উপযুক্ত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। লেফটেন্যান্ট গর্ভনর।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। রাত পৌনে তিনটে নাগাদ তিন নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: Vaishno Devi: মর্মান্তিক! বর্ষবরণের রাতে বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের
অমিত শাহ টুইটারে লিখেছেন, বৈষ্ণোদেবী মন্দিরের মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি।