প্রবল তাপপ্রবাহ। রোদের তাপে কার্যত চূর্ণ হয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ অংশের প্রকৃতি। তার মধ্য দিয়েই একটি ভাঙা চেয়ারকে সম্বল করে হেঁটে আসছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। আসলে যেন হেঁটে আসছে বহু লড়াইয়ে ধ্বস্ত এক ভারতবর্ষই। অনেকটা পথ অতিক্রম করতে হবে তাঁকে। বহু কিলোমিটারের পথ। এক-পা এক-পা করে এগোলে হয়তো পৌছে যাবেন এক সময় ঠিকই। কিন্তু, সময় লাগবে যে অনেকটাই। তাতে কী! তাঁকে যে পেনশন তুলতে যেতে হবে ব্যাঙ্কে। ওড়িশার নবরাংপুর জেলার ঝারিগাঁও ব্লকে গত সোমবার ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
বৃদ্ধার নাম সূর্য হরিজন। তাঁর বড় পুত্র ভিন্রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন।ছোট পুত্রের পরিবারের সঙ্গে একটি কুঁড়েঘরে থাকেন তিনি। জীবিকা নির্বাহ করেন অন্যের বাড়ির গবাদি পশু চরিয়ে। চাষবাস করার মতো জমি পর্যন্ত তাঁর কাছে নেই। তাই পেনশনের সামান্য টাকায় সংসার কোনও মতে চলে বৃদ্ধা সূর্যের। তাই সেই টাকা তুলতে না গিয়েও উপায় নেই।
যদিও, সেই টাকা তিনি তুলতে পারেননি। ঝারিগাঁও-এর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার পক্ষ থেকে জানানো হয়, 'ভাঙা আঙুল'-এর কারণে টাকা তুলতে পারেননি ওই বৃদ্ধা। তবে, তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।