ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ভাল রকম আঁচ এসে পড়েছে ভারতের ওপর। এদেশের প্রচুর পড়ুয়া পড়াশোনার কারণে থাকেন ইউক্রেনে। যুদ্ধের ফলে অনেকেই আটকে পড়েছেন বিদেশের মাটিতে। এই পরিস্থিতি নাড়া দিয়েছে ভারতীয় সংস্থা মাহিন্দ্রা গ্রুপের (mahindra group) মালিক আনন্দ মাহিন্দ্রাকেও।
এমন ঘটনা এড়াতে দেশের মাটিতে মাহিন্দ্রা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ডাক্তারি পড়ানোর প্রতিষ্ঠান শুরু করার কথা ভাবছেন আনন্দ মাহিন্দ্রা (anand mahindra)। একটি টুইট করে তিনি জানিয়েছেন, ভারতে ডাক্তারি পড়ার প্রতিষ্ঠান যে চাহিদার তুলনায় এত কম তাঁর জানা ছিল না। টুইটে টেক মাহিন্দ্রার (tech mahindra) সিইও ও এমডি সিপি গুরনানিকে (cp gurnani) ট্যাগ করেছেন তিনি। মাহিন্দ্রা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ডাক্তারি পড়ানোর কোনও প্রতিষ্ঠান তৈরি করা যায় কিনা সেই সম্ভাবনার কথাও তুলেছেন তিনি।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা পুতিনের, ফের পরমাণগ যুদ্ধ নিয়ে রুশ বার্তা
প্রসঙ্গত, ভারতের বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তথ্য অনুসারে ইউক্রেনে থাকা প্রায় ৭৬ হাজার বিদেশি পড়ুয়ার মধ্যে প্রায় কুড়ি হাজার পড়ুয়াই ভারতীয়। তাদের অধিকাংশই ডাক্তারি পড়ছেন।