জলে ডুবেই মৃত্যু হয়েছে রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি রিপোর্টে আরও দাবি, মৃত্যুর আগে ওই তরুণীকে আঘাত করা হয়। কারণ তাঁর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
হৃষিকেশ এইমসে ময়নাতদন্ত হয় অঙ্কিতার। ময়নাতদন্তের পর শনিবারই দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শেষবার তাঁকে রিসর্টে দেখা গিয়েছিল দাবি কর্মীদের। তারপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান অঙ্কিতা। গত শনিবার চিল্লা খাল থেকে উদ্ধার করা হয় ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ।
পুলিশের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, ওই রিসর্টের মালিক ছিল বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য। সেখানেই রিসেপশনিস্টের কাজ করতেন অঙ্কিতা। সেদিন রিসর্টে আসে পুলকিতের দুই বন্ধু সৌরভ ও অঙ্কিত। তাদের 'স্পেশাল সার্ভিস' দেওয়ার জন্য জোরাজুরি করে পুলকিত। গত ১৮ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ তরুণীকে নিয়ে হৃষিকেশের দিকে যায় তারা। রাতে সাড়ে ১০টা নাগাদ তারা ফেরে রিসর্টে ফিরে আসেন। রিসর্টের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছেন, ফেরার সময় ওই তরুণীকে তাদের সঙ্গে দেখা যায়নি।