বহু প্রতীক্ষিত ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর (Chakda Xpress) জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফিল্ডিং সহ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে অনুশীলনে মত্ত রয়েছেন এই বলিউড অভিনেত্রী।
অনুশীলনের ভিডিয়ো শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, "গেট-সোয়েট-গো! দিন যত এগিয়ে আসছে, চাকদা এক্সপ্রেসের (Chakda Xpress) জন্য কঠিন অনুশীলন চলছে"।
আরও পড়ুন: প্রকাশ্যে 'বেলাশুরু' ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম লুক
এর আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের প্রস্তুতির ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, 'গ্রিপ বাই গ্রিপ'!
প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবনের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
২০২১ সালে মেয়ে ভামিকার জন্মের পর এটিই অনুষ্কার প্রথম ছবির প্রোজেক্ট।